আমির পারভেজ : যুক্তরাষ্ট্রে জোড়া খুনের ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় মুসল্লিরা দাবি করেছেন, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তৈরি কথিত ইসলামভীতির কারণেই এ জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ হত্যাকা- মুসলিমদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ। নিউইয়র্ক ডেইলি নিউজ
গত শনিবার দুপুরে নিউইয়র্কের একটি জামে মসজিদের ইমাম বাংলাদেশি বংশোদ্ভূত আলালা উদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহকারীর থারা উদ্দিনকে (৬৫) গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকা-ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তাদের দাবি, এ হত্যাকা-েরর পর স্থানীয় মুসল্লিরা ঘটনাস্থলে সমবেত হন। আল ফুরকান জামে মসজিদে সমবেত হয়ে তারা এ হত্যাকা-ের প্রতিবাদ জানান। দাবি করেন, ধর্মীয় কারণেই সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম (৩৩) বলেন, এটা প্রকৃত আমেরিকার চিত্র নয়। আমরা এ ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছি। ট্রাম্প ও তার নাটক ইসলামভীতি সৃষ্টি করেছে।
আল ফুরকান জামে মসজিদ সংলগ্ন আরেকটি মসজিদের সভাপতি কবির চৌধুরী। তিনি বলেন, আমরা বিচলিত, বিধ্বস্ত। আমাদের এর গভীরে যাওয়া দরকার। এটা জানা দরকার যে, শুধু ধর্মীয় কারণেই তারা এ হত্যাকা-ের শিকার হয়েছেন কিনা। আহমেদ জাকারিয়া নামের একজন মুসল্লি বলেন, তিনি ছিলেন একজন চমৎকার, মৃদুভাষী ও নিরহঙ্কার মানুষ। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। ইমাম হিসেবে তিনি ছিলেন একজন রোল মডেল।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউইয়র্কের কুইন্সে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। ওজোন পার্ক এলাকার আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তারা খুন হন। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা দুজনই ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ