মমিনুল ইসলাম : লিবিয়া বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। লিবিয়াবিষয়ক তুর্কির বিশেষ প্রতিনিধি ইমরুল্লাহ ইজলার বিদেশি হস্তক্ষেপকে নাকচ করে বলেন, দেশটির সংকট সমাধানে সংলাপই মূল চাবিকাঠি। আনাদোলু
তুর্কির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলুকে এক সাক্ষাতকারে তিনি জানান, তুরস্ক লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, ‘তুর্কি সবদিক থেকে সমান পথে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি, লিবিয়াসংকটের সমাধান সংলাপের মাধ্যমে হবে।’ লিবিয়ায় ২০১১ সালে প্রাণঘাতী বিদ্রোহের পর থেকে অস্থিরতা বিরাজ করছে সেখানে। এতে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। এরপর থেকেই দেশটিতে তীব্র রাজনৈতিক বিভাজনের সুযোগে বিদেশি হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। সম্পাদনা : আবু সাইদ