লিহান লিমা: কানাডিয়ান ভিসা থেকে বঞ্চিত হলেন ফিলিস্তিনি আন্দোলন কর্মী ও এমপিরা। গত শনিবার মন্ট্রিলের একটি আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনি কর্মী এবং এমপিদের যোগদান করতে বাধা দেওয়া হয়। মিডল ইস্ট মনিটর
ফিলিস্তিনি এমপি মোস্তফা বারগোতি বলেন, বিশ্ব পার্লামেন্ট ফোরামে কানাডিয়ান কর্মী এবং দলের কাছ থেকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু আমন্ত্রণ জানালেও তাকে ভিসা প্রদান করা হয়নি।
বারগোতি আরও বলেন, ফিলিস্তিন বিরোধিতা এবং তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানানো কানাডার ভাবমূর্তির জন্য লজ্জাজনক। সম্পাদনা : রাশিদ রিয়াজ