মমিনুল ইসলাম : পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ডন।
আইএসপিআর জানিয়েছে, রাওয়ালকোটের নিকটস্থ নিজাপির সেক্টরে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে ভারতীয় বাহিনী। ১৪ আগস্ট স্থানীয় সময় রাত দুইটা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় দুদেশের পক্ষ থেকেই এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত মর্টার ও কামানসহ সব ধরনের ভারী অস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তানি বাহিনীও বিএসএফের বিনা উস্কানির গুলির যথোপযুক্ত জবাব দিয়েছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মুখপাত্র দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে। ভারতও এর উপযুক্ত জবাব দিয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ