এস এম নূর মোহাম্মদ : আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সংক্রান্ত চিঠির একটি অনুলিপি পাওয়ার পর গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের জন্য বহুতল ভবন নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এতে প্রধানমন্ত্রীর সদয় সম্মতি রয়েছে। ভবনটি ১৫তলা বিশিষ্ট হবে বলেও চিঠিতে উল্লেখ করা হযেছে।
নির্বাচিত সদস্যদের জন্য ভবনে পৃথক দফতর, ক্যান্টিন, সেমিনার কক্ষসহ আধুনিক সব ধরনের সুবিধা থাকবে বলে জানা গেছে। সম্পাদনা : রিমন মাহফুজ