এস এম নূর মোহাম্মদ : রাজধানীর সব অনুমোদনহীন পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২২ আগস্টের মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে দেয়াল লিখন মুছে ফেলার বিষয়েও জানাতে বলা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক ও মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ গত ১৪ আগস্ট এ নির্দেশ দেন। তবে গতকাল বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। এর আগে বাংলাদেশ পরিবেশবাদী সংগঠন (বেলা) ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে আদালত অনুমোদনহীন পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশ দেন।
এরপর এ বিষয়ে আদালতে প্রতিবেদনও দাখিল করা হয়। ওই প্রতিবেদনের উপর ১৪ আগস্ট পুনরায় শুনানির জন্য এলে বেলার আইনজীবী মিনহাজুল হক আদালতকে জানান, নতুন করে অনেক ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। তাই বর্তমানে রাজধানীতে থাকা এসব পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশনা চান তিনি। এতে আদালত এসব অপসারণ করে ২২ আগস্ট প্রতিবেদন দিতে বলেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম