ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিমানবন্দর দিয়ে পোস্টাল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নোট পাচারের চেষ্টা হয়েছে। একটি পোস্টাল পার্সেলে করে হংকংয়ের ঠিকানায় মোট ২৪টি প্যাকেটে ২৪ হাজার দুই টাকার নোট পাঠানো হচ্ছিল। প্রতি প্যাকেটে ছিল ১ হাজার দুই টাকার নোট।
একটি পার্সেলে ঢাকার যাত্রাবাড়ীর ডা. রেদওয়ান নামের একজনের ঠিকানা লেখা রয়েছে। প্রাপকের জায়গায় লেখা রয়েছে হংকংয়ের বাও রুই নামের একজনের ঠিকানা। আরেকটি পার্সেলে ৪টি প্যাকেটে মোট ৪ হাজার দুই টাকার নোট ছিল। সেটির প্রাপকের ঠিকানা লেখা রয়েছে শেইফেঙ জিন, বেইজিং, চীন।
তবে পাচারের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দার ফেসবুক পাতায় এই ঘটনার বিবরণ তুলে দেওয়া হয়েছে। শুল্ক গোয়েন্দারা বলছেন, পোস্টাল পার্সেলে এভাবে বাংলাদেশি মুদ্রা পাঠানো যায় না। এতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গ হয়েছে। ঘোষণা ছাড়া এ টাকা পাঠানোয় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ হয়েছে। তারা জানিয়েছেন, কী কারণে, কী উদ্দেশে এসব নোট পাচার করা হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী