সোহাগ শাকিল : রাজধানী ঢাকায় ১৯ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ডিজিটাল প্রদর্শনী ‘ডিজিটাল বিশ্ব-২০১৬’। প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্জনগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত জ্ঞান ও পদ্ধতির একটি ক্ষেত্র উন্মেচন করাই এর উদ্দেশ্য। সংবাদ বাসস
বার্ষিক এ ইভেন্টির সম্পাদক মোহাম্মদ এনামুল কবির বলেন, আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের আইসিটি সেক্টরের বার্ষিক এ মেলার পর্দা উন্মোচন করবেন।
দেশের আইসিটি বিভাগ এ বার্ষিক সভার আয়োজক, আর সহ-আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এবং ইনফরমেশন সার্ভিস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ-২১ কর্মসূচি।
এনামুল কবির বলেন, এ ইভেন্টে বেশি গুরুত্ব পাবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের সিদ্ধান্ত প্রণেতারা, প্রধান নির্বাহীগণ, প্রযুক্তি-বিশেষজ্ঞ এবং হাজারেরও বেশি দর্শক।
তিনি আরও যোগ করেন, গত বছরের মতো এবারও প্রধান লক্ষ্য থাকবে ভিশন-২০২১ পূরণে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্জন এবং প্রযুক্তি সম্পর্কিত ধারণাগুলো ভালোভাবে প্রবাহিত করা।
একইসঙ্গে ডিজিটাল বিশ্বেরও পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির এ সময় আরও বলেন, এ তিন দিনের বড় ইভেন্টে সেমিনার, তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার মেলা, সফট এক্সপো, ইÑগভর্নেন্স এক্সপো, ই-কমার্স এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি যোগ করেন, ৫ লাখেরও বেশি দর্শনার্থী, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত ক্রেতা, সরকারি কর্মকর্তা, পেশাদার, সাংবাদিক, শিক্ষাবিদ, এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী তিন দিনব্যাপী এ ইভেন্টে অংশগ্রহণ করবে।
কবির বলেন, প্রায় ৪০০ দেশি-বিদেশি প্রদর্শক, নীতিনির্ধারক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, শিল্প নেতা, সিভিল সোসাইটি, বিনিয়োগকারী এবং মাল্টিন্যাশনাল সফটওয়্যার বিক্রেতা এ ইভেন্টে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, আইসিটি কোম্পানি, আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তি সংগঠন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দেশি সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আন্তর্জাতিক এবং স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি বিভাগ এবং এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সফলতা এবং ই-গভর্নেন্স প্রকল্পগুলো পাশাপাশি উপস্থাপন করবেন। সম্পাদনা : পরাগ মাঝি