দেলওয়ার হোসাইন : উচ্চ মাধ্যমিক-উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আসন সংখ্যা কোনো বাধা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, আসনের জন্য তা বাধা হবে না। অবশ্য, সবাই পছন্দের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে শীর্ষ পছন্দের প্রতিষ্ঠানে সবাই ভর্তি হতে পারে। উচ্চশিক্ষার দ্বার কোনো দেশেই আমাদের দেশের মতো উন্মুক্ত নয়।’
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির পর কলেজগুলোতে এখনও সাত লাখ আসন ফাঁকা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও অনেক আসন ফাঁকা থাকবে। আসনের জন্য কেউ ভর্তি হতে পারেনি, এমন কেউ থাকলে আমাদের দেখাবেন।’ সম্পাদনা: মোরশেদ