• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

থানায় গিয়ে কনস্টেবলকে প্রকাশ্যে চড় মারলেন বিজেপি বিধায়ক

প্রকাশের সময় : August 19, 2016, 12:48 am

আপডেট সময় : August 19, 2016 at 12:48 am

মমিনুল ইসলাম : ভারতের মহারাষ্ট্রে স্থানীয় এক থানায় পুলিশ সদস্যদের সামনেই এক কনস্টেবলকে চড় মারলেন বিজেপি বিধায়ক রামচন্দ্র অ্যাভসারি। ঘটনাটি ঘটেছে রাজ্যের ভান্দারা শহরে। সিসিটিভিতে দেখা গেছে এ চড় মারার দৃশ্য। এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার বিধায়কের মোটর শোভাযাত্রা থামিয়ে দেন কনস্টেবল রাজু সাথবানি। ভান্ডারা শহরে যানজটের আশঙ্কায় তিনি বিধায়কের ‘ত্রিবর্ণ রথযাত্রা’ থামিয়ে দেন। এ জায়গাটি মুম্বাই থেকে ৮০০ কিলোমিটার দূরে।
এসময় শোভাযাত্রায় অংশ নেওয়া একটি গাড়ির চালক ওই কনস্টেবলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে রামচন্দ্র কনস্টেবলের সঙ্গে কথা বলার জন্য পুলিশ স্টেশনে যান। এ সময় অন্যান্য পুলিশ সদস্যদের সামনেই সাথভানিকে থাপ্পড় মারেন তিনি। অভিযোগ করেন সে ওই চালককে টানাহেঁচড়া করেছেন।
বিজেপি সূত্র জানিয়েছে, বিধায়কের কাছ থেকে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে পুলিশ। দায়িত্বরত কোনো পুলিশ সদস্যকে হয়রানি করা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিজেপি এ বিষয়ে এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)