রফিক আহমেদ : জাতীয় পার্টির প্রথম প্রেসিডিয়াম সভা আগামী রোববার সকাল ১০টায় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ কথা জানান।
প্রথম প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রসঙ্গত, জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের পর নবনির্বাচিত প্রেসিডিয়ামের এটাই প্রথম সভা।
সভায় পার্টির সব প্রেসিডিয়াম সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: মোরশেদ