আমিন ইকবাল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর উর্দু খাবরিনের।
পারভেজ মোশাররফ বলেন, পাকিস্তানকে অকার্যকর করতে ভারত বেলুচিস্তানে হস্তক্ষেপ করেছে। তারা বেলুচিস্তানের লোকদের পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে।
তিনি বলেন, সম্প্রতি কোয়েটা হাসপাতালে হামলা একটি দুর্ঘটনা। তবে এর সঙ্গে ভারত জড়িত। নব্বই ভাগ মানুষ এটা মনে করে। আমার হাতে সুনির্দিষ্ট তথ্য নেই, না হয় বিফ্রিং করে এসব বলতাম।
কোয়েটা হামলার সঙ্গে ভারতের জড়িত থাকার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে বসবাসরত লোকদের ব্যবহার করছে। যেমনÑ তেহরিকে তালেবান পাকিস্তানসহ কিছু ধর্মীয় গোষ্ঠীর দ্বারা তারা পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে। পাকিস্তানে ধর্মীয় দ্বন্দ্ব লাগিয়ে রাখতে প্রচুর অর্থ ব্যয় করে ভারত। আমার কাছে মনে হয়, নরেন্দ্র মোদির জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে। সে পাগল হয়ে গেছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম