সুজন কৈরী : রাজধানীর আদাবরের বায়তুন আমান হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও প্রাইভেটকারসহ মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ওই হাউজিং এলাকার ১৪ নম্বর রোডের ৯৬৬ নম্বর বাড়ির সামনে থেকে তাকে আটক করে র্যাব-২।
র্যাব জানায়, আদাবরের শ্যামলী এলাকায় একটি নীল রংয়ের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১৩-৯৬১৩) একজন ইয়াবা ব্যবসায়ীর অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় বায়তুন আমান হাউজিংয়ের ওই বাড়ির সামনে প্রাইভেটকারটি দেখতে পেয়ে তা আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পেছনের সিটের ফোমের ভেতর থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মোহাম্মদ আলীকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সম্পাদনা : পরাগ মাঝি