এম রবিউল্লাহ: বাংলাদেশ-ভারত সীমান্তের ৭০০ মিটার এলাকাজুড়ে গঙ্গার ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত নদী গর্ভে বিলীন হয়ে গেছে ২০ থেকে ২৫ বিঘা জমি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙনের ফলে গঙ্গার গ্রাসে চলে যেতে পারে কয়েক’শ বিঘা জমি। ইইনাডো ইন্ডিয়া
ভাঙনে আতঙ্কিত সামসেরগঞ্জ, শিবনগর, চর শোভাপুর ও চরদেওনাপুরের চাষীরা। বুধবার থেকে বৃষ্টির সঙ্গে চলছে ঝড়ো বাতাস। নদীর ওপারে বাংলাদেশ সীমান্তের দিক থেকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। চাষের জমির চলে গেছে ভাঙনে। আতঙ্কিত গ্রামবাসীদের আশঙ্কা, এখনই ভাঙন রোধ না করা গেলে বাড়িও তলিয়ে যাবে এই ভাঙনে।
তারা অভিযোগ করে বলেন, ভাঙনের কথা ফারাক্কা বাঁধ প্রকল্পকে জানানো হয়েছে। তবে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। যদিও বাঁধ প্রকল্পের ব্যবস্থাপক জানিয়েছেন, ভাঙনের খবর তিনি শুনেছেন। ভাঙনরোধে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ