রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, দেশ এখন ভয়াবহ সংকটে নিমজ্জিত। গতকাল বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর থানা কমিটি আয়োজিত সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. সাজেদুল হক রুবেল বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, লুটপাট, সাম্রাজ্যবাদ প্রতিহত করে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে।
সমাবেশের উদ্বোধনী বক্তব্যে রুবেল বলেন, ঢাকা শহরকে পাল্টে দিতে না পারলে দেশকে পাল্টানো যাবে না। তাইতো আমরা বাসযোগ্য ঢাকা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ শহরের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থানা কমিটির সভাপতি মোশাররাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মনিরুল আহসান জুয়েলের সঞ্চালনায় সম্মেলনায় বক্তব্য দেন- পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ, মাহবুব আলম, ঢাকা কমিটি সম্পাদকম-লীর সদস্য মোসলেহ উদ্দিন, বিকাশ সাহা, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, দিলীপ বেপারী ও হরেন্দ্র নাথ সিং প্রমুখ। সম্পাদনা : পরাগ মাঝি