এস এম নূর মোহাম্মদ : সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে অনুষ্ঠিত রেফারেন্স সভায় সাবেক প্রধান বিচারপতিসহ নয় বিচারপতি ও ৪৯ জন আইনজীবীকে স্মরণ করে তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই ফুল কোর্ট রেফারেন্সে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রয়াতদের জীবনবৃত্তান্ত তুলে ধরার পর প্রধান বিচারপতির আহ্বানে সব বিচারপতি ও আইনজীবীরা দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করেন।
জীবনবৃত্তান্ত পাঠের পর প্রধান বিচারপতি বলেন, যেসব বিচারপতি ও আইনজীবীকে হারিয়েছি তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য সর্বোচ্চ আদালতের পবিত্র কক্ষে আমরা সমবেত হয়েছি। তাদের সাফল্যের উদাহরণ আমাদের জন্য প্রেরণা। তাদের দেশাত্মবোধ ও উন্নত চরিত্র আমাদের আরও বেশি সৎকর্মে আত্মনিয়োগের হাতছানি দেয়।
এর আগে বিচারপতি ও আইনজীবীদের স্মরণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য রাখেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম