ইমরুল শাহেদ : কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী গতকাল বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাত্র দুদিন আগে তিনি কাঁধের চিকিৎসা শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। বৃহস্পতিবার তিনি হাসপাতালে যান তার কাঁধের সেলাই খুলতে। সূত্র : পিটিআই
একটি সূত্র বলেছে, তিনি নিয়মিত চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে তার হাসপাতাল ত্যাগের সময় ডাক্তার তাকে বলেছিলেন, স্বাস্থ্যগত কারণে তাকে আবারও হাসপাতালে যেতে হবে। সেজন্যই তিনি হাসপাতালে গেছেন এবং সেখানে তাকে বেশ কয়েকদিন থাকতে হবে। দলীয় সূত্রেও বলা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চেক আপের জন্য বেশ কদিন সেখানে থাকতে হবে তাকে। ৬৯ বছর বয়সী সোনিয়া বানারসের একটি রোডশোতে অংশগ্রহণের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে গত ৩ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ১৪ আগস্ট তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তখন ডাক্তার বলেছিলেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। তার কাঁধের ব্যথা সেরে গেছে। বর্তমানে তিনি ডিপার্টমেন্ট অব পুলমোনোলজি অ্যান্ড চেস্ট মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট অরুপ বসুর তত্ত্বাবধানে রয়েছেন। এর আগে মুম্বাইয়ের সঞ্জয় দেশাই ও অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রতীক গুপ্ত সোনিয়ার কাঁধে অস্ত্রোপচার করেন। কংগ্রেস প্রধানকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে স্যার গঙ্গা রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। বেনারস থেকে এসেই তিনি আর্মি রিসার্চে ভর্তি হয়েছিলেন। সম্পাদনা : সুমন ইসলাম