ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ হত্যার পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবন থেকে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তোফায়েল এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। প্রথম আলো অনলাইন
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের মধ্যে কেউ যেন ক্ষমতায় যেতে না পারে, সে জন্য ২১ আগস্ট শেখ হাসিনাকে হাওয়া ভবন থেকে হত্যা করার চেষ্টা করা হয়। সেই বিচারকাজ দ্রুত সমাপ্ত করা হবে। প্রকৃত অপরাধীদের বিচার হবে। একাধিকবার তাকে (শেখ হাসিনা) হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা না থাকলে বঙ্গবন্ধুর হত্যাকারী, যুদ্ধাপরাধীদের বিচার হতো না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম