শাহানুজ্জামান টিটু : দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির নবগঠিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশকিছু বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার রাত নয়টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে কমিটি ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ নিরসন ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক নেতার এক পদ কঠোরভাবে অনুসরণ, এ লক্ষ্যে জেলাপর্যায়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়া ক্ষুব্ধ ও পদ বঞ্চিত এবং কমিটির মধ্যে পদের মূল্যায়ন ও বিষয়ভিত্তিক কমিটিগুলো গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির দুই পদসহ নির্বাহী কমিটির আট শূন্য পদ পূরণে কিছু পদে রদবদল করার বিষয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সমাবেশ, জাতীয় ঐক্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে রাজধানীতে জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী রোববার রাতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।
বৈঠকে খালেদা জিয়াসহ ৮ শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির প্রথম সভায় স্থায়ী কমিটিতে নবাগত তিন সদস্য উপস্থিত ছিলেন না। এর মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে, আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশে এবং সালাহ উদ্দিন আহমেদ ভারতে থাকায় উপস্থিত থাকতে পারেননি। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম