কাশ্মীর সংকট নিরসনে প্রয়োজন গণভোট : ওআইসি
আমিন ইকবাল : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সংকট গণভোটের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর মহাসচিব আইয়াদ আমিন মাদানি। তিনি বলেন, ‘কাশ্মীরের সংকট নিরসনে সেখানকার জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আর একটি গণভোটের মাধ্যমে সেখানকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব হবে। চলমান সংকট উত্তরণের গোটা প্রক্রিয়ায় জাতিসংঘের মধ্যস্থতাও চেয়েছেন তিনি। গতকাল শনিবার এই খবর নিশ্চিত করেছে উর্দু দৈনিক পাকিস্তান।
সূত্র জানায়, কাশ্মীরের সংকট নিরসনের আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ ও রাজনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান জানান ওআইসি মহাসচিব। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৃশংসতার বিরুদ্ধে কথা বলা।
মাদানি বলেন, কাশ্মীরের পরিস্থিতি গণভোটের দিকে এগুচ্ছে। গণভোট নিয়ে কারও ভয় পাওয়া উচিত নয় এবং কাশ্মীরি জনগণের ইচ্ছায় জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী সংকটের সমাধান হওয়া উচিত।
মাদানি কাশ্মীর ইস্যু সমাধানে ওআইসি কাজ করতে আগ্রহী এবং এক্ষেত্রে পাকিস্তানের পূর্ণাঙ্গ সমর্থন কামনা করেন। তিনি বলেন, ওআইসি সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর বিষয়ে একজন উপদেষ্টা ও একটি সমন্বয় গ্রুপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাঠানো হবে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, কাশ্মীর ইস্যুতে ওআইসি মহাসচিবের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে ওআইসির মহাসচিব। সম্পাদনা : রাশিদ রিয়াজ