সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন অর্থপ্রতিমন্ত্রী
বিশ্বজিৎ দত্ত : পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বাংলাদেশের অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।
গতকাল তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এ বৈঠকে যোগদানের কথা ছিল। ব্যস্ততার কারণে তিনি যোগদান করতে পারছেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ বৈঠকের জন্য মনোনীত করেছেন। তার মনোনয়নেই আমি এ বৈঠকে যোগ দিচ্ছি।’
সার্কের অর্থমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে যোগদানের বিষয়ে ইতোমধ্যেই না করে দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর আগে সার্কের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অংশগ্রহণ করেননি।
আগামী ২৫ ও ২৬ আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে সার্ক অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্পাদনা : রিমন মাহফুজ