রুহিন হোসেন প্রিন্স
বিদ্যুৎকেন্দ্র যেকোনো দেশের বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য মূল চাবিকাঠি। কিন্তু দেশের পরিবেশকে হুমকির মুখে ফেলে কোনো ধরনের বিদ্যুৎকেন্দ্র কারও কাম্য হতে পারে না। মানুষ ও পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রাণীকূলের ক্ষতি করে বিদ্যুৎকেন্দ্র কারও উপকারে আসবে না।
প্রত্যাশা, পরিবেশের জন্য ক্ষতিকর রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করবে সরকার। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ, যেখানে দেশের প্রায় সব মানুষ এ প্রকল্পের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশের পরিবেশ বিজ্ঞানীরা যথাযথ যুক্তি দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, এই প্রকল্প দেশের পরিবেশগত ক্ষতি হবে এবং আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়তে হবে। সুতরাং, এ প্রকল্পের মাধ্যমে কোনো উপকার হবে না। তার ফলে প্রকল্পটি কোনোক্রমেই বাস্তবায়ন করা উচিত হবে বলে আমি মনে করি না।
ইতোমধ্যে অর্থমন্ত্রী বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে আমাদের কিছুটা হলেও ক্ষতি হবে, তারপরও তিনি প্রকল্পটি করতে বলেছেন। সরকারের একজন উপদেষ্টা, যিনি এ প্রকল্পের পক্ষে ছিলেন। তিনি বলেছেন, এ প্রকল্পের মাধ্যমে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা বিবেচনায় নিতে হবে। এরপরেও যদি এ প্রকল্প জোর করে করা হয়, তবে জনগণের দুর্বার আন্দোলনের মধ্য দিয়েই প্রকল্পটি বাস্তবায়ন থেকে সরকারকে সরে আসতে বাধ্য করা হবে। জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ নিশ্চয়ই সরকার করবে না।
উন্নত প্রযুক্তি ব্যবহার করে রামপালের ক্ষতি প্রমশমনের যে ব্যাখ্যা সরকার দিচ্ছে, বলছেÑ বন ও পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমরাও আমাদের যুক্তিগুলো উপস্থাপন করেছি, কিভাবে রামপাল বিদুৎকেন্দ্র বন ও পরিবেশের ক্ষতি হবে। সেগুলোর ক্ষতির ব্যাপারে আমরা যথার্থ যুক্তি দিতে সমর্থ হয়েছি। যেখানে ১০০% ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে হয়তো ৮০% ক্ষতি হবে না। তদুপরি যে বাকি ১৫-২৫% ক্ষতি হবে, ক্ষতি তো হবেই। রামপালে যেভাবে বিদ্যুৎ উৎপাদনকারী সরঞ্জাম সরবরাহের কথা বলা হয়েছে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে বিদ্যুৎ উৎপাদন খরচ এমন মাত্রায় বাড়বে, যা জনআকাক্সক্ষা নয়। সুতরাং, উৎপাদনের জন্য যুক্তি যতই দেখাক না কেন, সে যুক্তি কোনোভাবেই টিকবে না।
বিলম্ব না করে এখনই সরকারের উচিত, রামপাল বিদ্যুৎকেন্দ্র, রামপালে স্থাপন না করে অন্যকোনো স্থানে সরিয়ে নেওয়া যায় কিনা তা চিন্তা করা। যেখানে উৎপাদন খরচ, যাবতীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ হয় এবং পরিবেশের কোনো ক্ষতি না হয় এমন স্থান নির্বাচন করে প্রকল্পটি স্থানান্তর করা। রামপাল বিদুৎকেন্দ্র অন্যত্র স্থাপান্তরিত করা হোক, যেখানে মানুষ ও পরিবেশের কোনো ক্ষতি হবে নাÑ এটা এখন জনদাবি।
পরিচিতি : রাজনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক
মতামত গ্রহণ : শরিফুল ইসলাম
সম্পাদনা : জব্বার হোসেন