আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ইসলামের নামে সন্ত্রাসী কর্মকা-ের দায়ে শাস্তি পাওয়া অপরাধীদের পুরো আলাদা কারাগারে আটকে রাখা হবে। সাধারণ কারাগারে অপরাধীদের সঙ্গে তাদেরকে রাখা হবে না। তাদেরকে যে আলাদা কারাগারে রাখা হবে তার নিরাপত্তা থাকবে উন্নত। এর মধ্যদিয়ে ব্রিটেন নিজস্ব ধরনের ‘গুয়ানতানামো বে বন্দিশিবির’ সৃষ্টির জন্য অভিযুক্ত হতে পারে। তা সত্ত্বেও সরকার এমন পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। সূত্র : মানবজমিন
খবরে বলা হয়েছে, ইসলামপন্থি উগ্রবাদীদের জন্য এমন বিচ্ছিন্ন কারা ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব রিভিউ কমিশনে অনেক আগেই উত্থাপন করেছিলেন মাইকেল গোভ। তখন তিনি ব্রিটেনের আইনমন্ত্রী ছিলেন। তার সেই কাজ এখন নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে’র আইনমন্ত্রী এলিজাবেথ ট্রুস। কারা বিষয়ক রিভিউয়ে ইসলামপন্থি উগ্রবাদীদের জন্য আলাদা জেল প্রতিষ্ঠার এমন সুপারিশ সোমবার প্রকাশ করার কথা রয়েছে ইয়ান আচেসনের। তিনি জেলখানা বিষয়ক সাবেক গভর্নর ও দাতব্য সংস্থা প্রিজনারস অ্যাবরোড-এর পরিচালক। সরকারের যুক্তি, যদি ইসলামপন্থি উগ্রবাদীদের অন্য সব অপরাধীদের সঙ্গে জেলখানায় রাখা হয় তাহলে তারা তাদের আদর্শ বন্দিদের মধ্যে বিস্তার ঘটাবে। ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত এমন বন্দিদের আটকে রাখা হয়েছে আটটি জেলখানায়। সেখানে কর্মরত নিরাপত্তা রক্ষীরা তাদেরকে গ্যাং তৈরি থেকে বিরত রেখেছেন। এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছেন সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ প্রফেসর পিটার নিউম্যান। তিনি বলেছেন, ইসলামপন্থি জঙ্গিদের আলাদা করে রাখা হলে তা হবে ‘ব্রিটিশ গুয়ানতানামো’। এ নিয়ে প্রতিবাদের একটি ইস্যু সৃষ্টি হতে পারে। তিনি কিংস কলেজ লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব রেডিক্যালাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স-এ কর্মরত। প্রফেসর পিটার নিউম্যান বলেছেন, ইসলামপন্থি উগ্রবাদী এসব মানুষকে এক স্থানে রাখলে তারা একটি কমান্ড স্ট্রাকচার বা কমান্ড কাঠামো তৈরি করার সুযোগ পাবে। তাদেরকে আলাদা আলাদা রাখলে কিন্তু এ সুযোগ পাবে না। তাই ‘ব্রিটিশ গুয়ানতানামো’ তৈরি করে আপনি জনপ্রতিবাদের একটি ইস্যু সৃষ্টি করতে পারেন না।
ব্রিটেনে মুসলিম বন্দির সংখ্যা ১২ হাজার ৩০০। এর মধ্যে ইসলামপন্থি উগ্রবাদী বা জঙ্গি মাত্র ১৩১ জন। তবে ইয়ান আচেসন সতর্ক করেছেন। তিনি বলেছেন, সংখ্যায় তারা কম হলেও তাদের ভিতর যে বদ্ধমূল ধারণা আছে তা দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারে। বর্তমানে ব্রিটেনে মোট বন্দির মধ্যে শতকরা প্রায় ১২ ভাগ হলো মুসলিম। সম্পাদনা : প্রিয়াংকা