আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটনার রুদ্ধদ্বার বিচার শুরু হয়েছে। ২০০৪ সালের ২ অক্টোবর ওই বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছিল। ধরা পড়েছিলেন তিন জন। এর মধ্যে ২ জন মহিলা। সূত্র : মানবজমিন
এই ঘটনায় বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের জঙ্গিরা গভীরভাবে যুক্ত জানিয়ে আদালতে তিন দফায় মোট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। এর মধ্যে ১০ জনকে পলাতক দেখানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৬ জনই বাংলাদেশি। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষের এজলাস তথা এনআইএ কোর্টে এই মামলার বিচার শুরু হয়েছে। বিচারের প্রথম দিনে বর্ধমান থানার তৎকালীন আইসি আবদুল গফ্ফর তার সাক্ষ্যে অভিযুক্ত তিন জনকে আদালতে দাঁড়িয়ে চিহ্নিত করেছেন। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ইউএপিএ-র ৪৪ নম্বর ধারা ও ২০০৮-এর এনআইএ আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী রুদ্ধদ্বার কক্ষে বিচারের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন। এই মামলায় মোট ৪৩৩ জন সাক্ষী রয়েছে। তদন্তে এনআইএ জানতে পেরেছে, পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি বাংলাদেশে ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চালাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাসিনা সরকারকে উৎখাত করা। এই মামলার পরের শুনানি হবে ২৩ সেপ্টেম্বর। সেদিন ও তার পরে ২৬ সেপ্টেম্বর গফ্ফরেরই সাক্ষ্যগ্রহণ করা হবে। সম্পাদনা : প্রিয়াংকা