দলের ভেতরে ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ বিএনপিকে মূলধারা থেকে সরানোর ষড়যন্ত্রে উদ্বিগ্ন খালেদা জিয়া ও তারেক রহমান
নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বিএনপিকে মূলধারার রাজনীতি থেকে সরকার সরিয়ে দিতে চাইছে বলে মনে করছে দলটির হাইকমান্ড ও নীতিনির্ধারক কয়েকজন। এ জন্য দলের ভিতরে ও নেতাদের মধ্যে অনৈক্য সৃষ্টির চেষ্টা হচ্ছে।
সিনিয়র কয়েকজন নেতার মতে, বিএনপি এখন কঠিন সময় পার করছে। এই অবস্থায় বিএনপিকে নির্মূল করার যে নানামুখী চেষ্টা চলছে এনিয়ে চিন্তিত চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সময়োপযোগী ও যথাযথ ব্যবস্থা নিতে না পারলে ও দিকনির্দেশনা দিতে না পারলে বর্তমান অবস্থা থেকে উত্তোরণ ঘটানো কঠিন হবে। আর এই সব অবস্থা ও আশঙ্কা বিবেচনা করেই ইতোমধ্যে নেতাদের প্রতি দলের ভিতরে ঐক্য ধরে রাখা ও যেখানে সমস্যা রয়েছে তা দূর করার জন্য মাঠের ও তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র জানায়, দলের কমিটি ঘোষণার পর পরিস্থিতি কি হয় তা দেখছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। সার্বিক পরিস্থিতি তিনি পর্যালোচনা করছেন। মাঠের নেতাদের অনেকের সঙ্গে তিনি সরাসরি কথাও বলতে চাইছেন।
কবে নাগাদ কথা বলতে পারেন জানতে চাইলে ওই সূত্র জানায়, সহসাই বলবেন। অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এখন তারা সবাই কথা বলতে পারছেন না। পরিস্থিতির একটু উন্নতি হলেই এ ব্যাপারে কথা বলবেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, আসলে বিএনপির কমিটি গঠন করার পর যতটা না সংকট হওয়ার কথা, হয়েছে তার চেয়ে বেশি। কারণ নেতাদের কেউ কেউ উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই উস্কানির কারণেও নেতারা মনে করছেন তারা তাদের কথা শুনলে সুবিধা পেতে পারেন। তবে কোনো নেতা যাতে সরকারি দলের কোনো নেতার কথায় বিভ্রান্ত না হন সেই জন্য তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপিকে মূলধারার রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র অনেক দিন ধরে চলছে। এখন সরিয়ে দেওয়া নয় নির্মূল করতে চাইছে। এটা দলের জন্য দুঃসময়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এটা এখন কোনো গোপন বিষয় নয়। প্রকাশ্যেই আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বিএনপিকে নির্মূল করে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন।
তারা হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা এটা বুঝি সরকার একদলীয় শাসন কায়েম করার জন্য বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। সম্পাদনা : সুমন ইসলাম