দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরার আগে মরতে রাজি নই। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলাই আমার প্রতিজ্ঞা। এজন্য প্রত্যেক মুজিব সৈনিককে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি কখনও মৃত্যুকে ভয় করি না। কারও কাছে মাথা নত করি না, উপরে আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর কাছেই আমি মাথা নত করি। কারণ, আমি জাতির পিতার কন্যা, এটা আমি সবসময় মনে রাখি। জন্মালে মৃত্যু হবে, তাই মরার আগে আমি মরতে রাজি না। গতকাল রোববার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্পাদনা: আ. হাকিম