
সন্দেহভাজন ৬ খুনির ৭ ভিডিও প্রকাশ
সুজন কৈরী : প্রায় দেড় বছর পর ব্লগার ও বিজ্ঞান মনস্ক লেখক ড. অভিজিৎ রায় হত্যাকা-ে সন্দেহভাজন ৬ খুনির ৭টি ভিডিও প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ভিডিওতে অভিজিতের অনুসরণকারী সন্দেহভাজন খুনিদের শনাক্ত করে তাদের ধরিয়ে দিতে ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেইজে এবং কাউন্টার টেরোরিজমের ‘হ্যালো সিটি’ অ্যাপসে জানানোর আহ্বান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।
পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই তারা একুশে বইমেলা উপলক্ষে স্থাপন করা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এসব ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্টরা খুনিদের চিহ্নিত করেছেন। তবে তাদের নাম-পরিচয় জানতে পারেননি। এজন্য সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ডিএমপি।
ফুটেজে দেখা যায়, অভিজিৎ রায় ও তার স্ত্রী বন্যা আহমেদ বইমেলায় যখন ঘুরছিলেন, তখন তাদের অনুসরণ করছিল কয়েকজন তরুণ। পৃথক সিসিটিভি ফুটেজে আলাদা তরুণদের দেখা গেছে। প্রথম ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৪৪ মিনিটের দিকে অভিজিৎ ও বন্যার পেছনে এক তরুণ মোবাইল টিপতে টিপতে অনুসরণ করছে। পাশে ব্যাগ কাঁধে এক তরুণকে যেতে দেখা যায়। এছাড়া তার পাশে স্বাস্থ্যবান এক তরুণও ছিল। যার চোখে চশমা ফুটেজে দেখা গেছে।
দ্বিতীয় ভিডিওটিতেও বইমেলার গেট দিয়ে বের হওয়ার সময় অভিজিৎ ও বন্যার পেছনে-পেছনে ওই তিনজনকেই বের হতে দেখা গেছে। তখন তারা মোবাইলে কারও সঙ্গে যোগাযোগ করছিল। অন্য ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা এক মিনিটের দিকে সন্দেহভাজন এক তরুণ বইমেলার মূলফটকের বাইরে মোবাইলফোন হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে রয়েছে শর্ট পাঞ্জাবি। মুখে হালকা দাঁড়িওয়ালা এই যুবককেই আরেক তরুণের সঙ্গে মেলার ভেতরে প্রবেশ করতে অপর এক ভিডিও ফুটেজে দেখা যায়। প্রায় একইসময়ে এক তরুণ সাইকেল নিয়ে মেলায় প্রবেশ করে। বিকেল ৪টা ২৪ মিনিটে ওই তরুণকে ভেতর থেকে সাইকেল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে সাদা শার্ট গায়ে আরেক তরুণকে মেলা থেকে বেড়িয়ে আসতে দেখা যায়। এই যুবকের গালেও হালকা দাঁড়ি রয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিজিৎ রায় মেলায় ঢোকার আগে থেকেই সংঘবদ্ধ খুনিচক্র মেলার গেটে গিয়ে অবস্থান করছিল। অভিজিৎ রায় মেলায় ঢোকার পর থেকেই তাকে অনুসরণ করতে থাকে খুনিরা। মেলা থেকে বেরিয়ে আসার পর তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তারা জানান, ভিডিও ফুটেজে অন্তত ছয় তরুণকে দেখা গেছে। যারা সবাই অভিজিৎকে অনুসরণ করছিল। হত্যাকা-ে অংশ নিয়েছিল দুই তরুণ। অন্যরা আশেপাশেই অবস্থান করছিল বলে তদন্ত কর্মকর্তাদের ধারণা। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজে যার কাঁধে ব্যাগ ছিল সে হত্যাকা-ে সরাসরি অংশ নিয়েছিল বলে তাদের ধারণা। কারণ ব্যাগের ভেতর থেকেই চাপাতি বের করে অভিজিতের ওপর আক্রমণ করা হয়। ছয়জনের মধ্যে শরীফ নামের একজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বেরিয়ে আসার পথে টিএসসি এলাকায় দুর্বৃত্তদের ধারালো চাপাতির আঘাতে খুন হন অভিজিৎ রায়। এ সময় অভিজিতের স্ত্রী বন্যা আহমেদও গুরুত্বর আহত হন। অভিজিৎ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ ঘটনায় ফারাবীসহ আটজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাওয়া যায়নি। সম্পাদনা: আ. হাকিম
