পাকিস্তান আইএসকে সাহায্য করে : হামিদ কারজাই
অরিজিৎ দাস চৌধুরি: আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই অভিযোগ তুলে বলেছেন, আফগানিস্তানের কাছে প্রমাণ আছে পাকিস্তান আইএস জঙ্গি সংগঠনকে সাহায্য করে।
অন্যদিকে ভারত আফগানিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে কারজাই বলেন, ভারত আফগানিস্তানের বন্ধুত্ব বহুদিন আগেকার। আর দুটি দেশের মধ্যে সম্পর্ক সবসময় বেঁচে থাকবে। তিনি বলেন আফগানিস্তানের উন্নতির জন্য ভারতের ভূমিকা অনস্বীকার্য। এবং আশা রাখি ভারত আফগানিস্তানের উন্নতির জন্য সবসময়ই পাশে থাকবে।
বেলুচিস্তান নিয়ে কথা বলার সময় তিনি বলেন, সেখানকার মানুষের জন্য আমার সহানুভূতি আছে। এবার তাঁদের কষ্টের শেষ হওয়া দরকার। প্রসঙ্গত, হামিদ কারজাই স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুচিস্তানের নাগরিকদের উপর অত্যাচারের কথা বলায় তাঁর প্রশংসাও করেছেন।
কারজাই বলেন, পাকিস্তানের বিরোধীতা করার অধিকার ভারতের আছে। পাকিস্তান স্বাধীনভাবে ভারতের বিরোধীতা করতে পারে। এই প্রথমবার ভারতের কোনো প্রধানমন্ত্রী সবার সামনে বেলুচিস্তান নিয়ে কথা বললেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ