মামুন খান : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে গতকাল রোববার ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম ওই দিন ঠিক করেন। রোববার মামলাটিতে চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া চার্জ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ২ অক্টোবর ঠিক করেন।
গত ১০ আগস্ট এই মামলায় হাজিরা দেন খালেদা জিয়া। এর আগে মামলাটিতে গত বছর ৩১ নভেম্বর বিচারিক আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
চার্জশিটের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নি¤œ আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। গত বছর ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থগিতাদেশ প্রত্যাহার করেন। সম্পাদনা: আ. হাকিম