‘আমি বাংলায় ১ থেকে ১০ পর্যন্ত বলতে পারি’
অনির্বাণ বড়ুয়া : ‘বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে আর তারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে এটা জেনে আমি অনেক খুশি’ কথাগুলো বলছিলেন রিদমিক অলিম্পিকে সোনা জয়ী বাংলাদেশ ও রাশিয়ার দ্বৈত নাগরিক মার্গারিটা মামুন।
রয়টার্সকে তিনি বলেন, আমি দুই দেশেরই নাগরিক। আমি জুনিয়র লেভেলে বাংলাদেশের পরিচয়ে অংশ নিয়েছি। এখন আমি রাশিয়ান পরিচয় অংশ নিই, কারণ আমি এখানেই বড় হয়েছি, এখানেই প্রশিক্ষণ নিয়েছি।’
এ সময় তিনি বলেন, ছোটবেলায় বাবা আমাকে বাংলা বলা শিখিয়েছেন। আমি এখনও বাংলায় এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি। বাকী সব ভুলে গেছি।
মার্গারিটা মামুন বাংলাদেশী আবদুল্লাহ আল মামুন ও রাশিয়ান মা এনার একমাত্র কন্যা সন্তান। আবদুল্লাহ আল মামুন পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার ও মা এনা একজন রিদমিক জিমনাস্ট। মার্গারিটা মায়ের পেশাকেই আপন করে নেন। মার্গারিটার একজন ছোট ভাইও আছেন যার নাম ফিলিপ আল মামুন।
মার্গারিটার এই জয়ে বাংলাদেশেও আনন্দের বন্যা বয়ে গেছে। এই প্রথম কোনও বাংলাদেশী অলিম্পিকে কোনও পদক জিতলো। যদিও রাশিয়ান পরিচয়, তবুও দ্য বেঙ্গল টাইগার নামটি তো মুছে যাবে না, এটাই গৌরবের বলে মনে করছেন অনেকে। সম্পাদনা: সুমন ইসলাম