এল আর বাদল : বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন রিও অলিম্পিক গেমসে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয় করেছেন। রাশিয়ার মস্কোয় জন্ম নেওয়া ২০ বছর বয়সী এই তারকা স্বর্ণ জয়ের পর বাবার মাতৃভূমি বাংলাদেশের রাজশাহী জেলার কথাই বলছিলেন বার বার। ডেইলি মেইল
উল্লসিত মার্গারিটা মামুন বলেন, এই স্বর্ণদক শুধু রাশিয়ার নয়, বাংলাদেশেরও। আমার বাবা বাংলাদেশের, মা রাশিয়ার। বাবার সূত্রে আমিও বাংলাদেশি।
বাংলাদেশের কথা স্মরণ করে মার্গারিটা বলেন, আমি এটা জেনে খুব খুশি যে বাংলাদেশের অনেক ভক্ত আমাকে সমর্থন করছে। আমার এই পদক দুই দেশের। আমি বাংলায় ১ থেকে ১০ পর্যন্ত গুনতে পারি। যখন ছোটো ছিলাম, আমার বাবা আমাকে বাংলা শেখাতেন, কিন্তু আমি সব ভুলে গেছি।
মার্গারিটা আরো বলেন, আমার দ্বৈত নাগরিকত্ব ছিল, তাই আমি জুনিয়র হিসেবে একটি প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সবসময় রাশিয়ায় থেকেছি আর অনুশীলন করেছি বলে এরপর আমি রাশিয়ার প্রতিনিধিত্ব করি।
রিও গেমসের ১৫তম দিনে বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে মার্গারিটা ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। তার বাবার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। মার্গারিটা মামুনের মা আনা হচ্ছেন সাবেক রিদমিক জিমন্যাস্ট। মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। সর্বমোট ৭৬ দশমিক ৪৮৩ স্কোর করে সেরা হন মার্গারিটা। শেষ পর্যন্ত ৭৫ দশমিক ৬০৮ স্কোর করে রুপা জেতেন একই দেশের ইয়ানা। ইউক্রেনের গানা রিজাতদিনোভা পেয়েছেন ব্রোঞ্জ। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী