জঙ্গি কর্মকা-ের প্রত্যক্ষ-পরোক্ষ প্রচার চালানো যাবে না
আজাদ হোসেন সুমন : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকা-ে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার চালানো যাবে না। পুলিশ বলেছে, জঙ্গি কর্মকা-ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। গতকাল সংবাদপত্র দফতরে পাঠানো পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি কর্মকা-ের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, মন্তব্য করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার চালানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু ব্যক্তি জেনে বা না জেনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকা-ের বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : পরাগ মাঝি