আবু ফরহাদ
কিউপিডের হাত থেকে কখন যেন পড়ে যায়
কয়েক ফোটা অমিয়Ñ
এক অমৃতসুধা, ভালোবাসার সাগর মন্থনে
এক ফোটা অমিয় হাজার বছরের সাধনার ফল।
হতবিহ্বল দেবতা মৃত্তিকার দিকে চেয়ে থাকেÑ
এ অমিয় মৃত্তিকায় কি করিবে দান!
চেয়ে দেখে মৃত্তিকায় বুদবুদ উঠে, তারপরে
এক অনিন্দ্য সুন্দর গোলাপ।
এ গোলাপ ভালোবাসার দেবীই পেতে পারে উপহার।
এত সুন্দর, এত মনোহর!
তাই দেবী ভেনাসের সঙ্গে গোলাপের বসবাস।
ঢাকার গুলিস্তানেÑ আমাদের ফুল বাগিচায়
রক্তের স্রোত বহে মৃত্তিকায়Ñ দুঃখের আগস্টে।
গুলিস্তানের মৃত্তিকায় রক্তের ফোয়ারা ছোটেÑ
রক্তের বুদবুদÑ এদিকে ওদিকে সর্বত্র।
তারপর রক্তের বুদবুদ হতে অসংখ্য গোলাপÑ
রক্তের মতোন লাল, সুরভিত, সুন্দর, অম্লান
এ গোলাপের নাম আইভি রহমান।
এ গোলাপ আগস্ট মাসেই ফোটেÑ
বাংলাদেশে।
পরিচিতি : কবি ও ব্যাংক কর্মকর্তা