মাসুদ আলম: লাশবাহী অ্যাম্বুলেন্সের সুবিধা পেতে যাচ্ছে রাজধানীবাসী। দুস্থ, অসহায় ও লাশ পরিবহনে অক্ষম মানুষরা প্রয়োজনে এ সুবিধা পাবেন। গতকাল বুধবার সকালে ডিএমপি সদর দফতরে প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ডিএমপিকে একটি লাশবাহী ফ্রিজার ভ্যান প্রদান করেন।
ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এই লাশবাহী গাড়ি শুধু পুলিশ নয়, যেকোনো ছিন্নমূল অসহায় মানুষের লাশ পরিবহনের জন্যও ব্যবহার করা যাবে। পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করতে গিয়ে প্রতিনিয়ত জীবন উৎসর্গ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা পুলিশের পাশে এসে দাঁড়িয়েছেন, পুলিশকে গাড়ি প্রদান করছেন। সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
জানা গেছে, এর আগে নগরবাসীর জন্য এই সুবিধা ছিল না। এখন থেকে নগরবাসীর জন্য দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাশবাহী গাড়ির সুবিধা পাওয়ার জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে ফোন করা যাবে। যুগ্ম পুলিশ কমিশনার (পরিবহন) ০১৭১৩-৩৯৮৪০৫, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) ০১৭১৩-৩৭৩১১০, সহকারী পুলিশ কমিশনার (কল্যাণ) ০১৭১৩-৩৭৩১১৭, ডিউটি অফিসার (পরিবহন) ০১৭১৩-৩৯৮৬৯৩। সম্পাদনা: পরাগ মাঝি