শাহানুজ্জামান টিটু : সরকার বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ওমানে যেতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে ওমানের মাসকাটে যাওয়ার জন্য হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টায় উপস্থিত হলে ইমিগ্রেশন বিভাগে তাকে আটকে দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।
ব্যারিস্টার রুমিন অভিযোগ করেন, প্রায় পাঁচ ঘণ্টা বিমানবন্দরের ইমিগ্রেশনে বসিয়ে রাখার পর রাত ১০টার দিকে ইমিগ্রেশনের পক্ষ থেকে তাকে জানানো হয় বিদেশে যাওয়ার কোনো অনুমতি নেই। ইমিগ্রেশন পুলিশ তাকে জানায় গোয়েন্দা ক্লিয়ারেন্স না থাকায় তাদের পক্ষে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এঘটনাকে সংবিধানের পরিপন্থি ও ব্যক্তি চলাচলের স্বাধীরতার উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন।
তিনি জানান, ২৬ আগস্ট ওমানের মাসকার্টে একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিল তার। এজন্য তিনি নির্দিষ্ট সময়ের একটু আগেই বিমানবন্দরে যান। রাত ৯টা ৪৫ মিনিটে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম