ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের আমবাগান এলাকার বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই ভাই দিনমজুর ছিলেন বলে পুলিশ জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। সূত্র : বিডিনিউজ
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২) নামে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঘরে দুজনকে পড়ে থাকতে বস্তির লোকজন পুলিশকে খবর দিলে গিয়ে লাশ দুটি পাওয়া যায়। কী কারণে তারা মারা গেছেন, সুনির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ। ওসি বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তাদের মুখে ফেনা দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত দুইভাই কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার ছেলে। তাদের বাবা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন এবং সে সূত্রে রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন। পুলিশ বলেছে, দুই ভাইয়ের মধ্যে কামরুল বিয়ে করে স্ত্রী নিয়ে নগরীর ইপিজেড এলাকায় থাকলেও ছোটভাই লাকী ওই এলাকায় থাকতেন। ঘরের ভাড়া তোলার জন্য কামরুল প্রতিমাসে ওই এলাকায় আসতেন। খুলশী থানার এসআই শাহাদাত হোসেন বলেন, দুই ভাই পেশায় দিনমজুর ছিলেন। সম্পাদনা : সুমন ইসলাম