রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটি নেতারা বলেছেন, সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র ইস্যু নিয়ে এখন বিএনপি ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতারা এ কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির নেতারা সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র অন্যত্র স্থানান্তর সম্পর্কে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যকে ‘মাছের মায়ের পুত্র শোক’ বলে অভিহিত করে বলেনÑ এ বিষয়ে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে তাদের ঘৃণ্য রাজনৈতিক লক্ষ্য পূরণই এর উদ্দেশ্য। সুন্দরবনসহ দেশের তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষার জন্য তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যে দাবি তুলে ধরেছে সে বিষয়ে বিএনপি এ যাবৎ কোনো কথাই বলেনি। বরং তাদের ক্ষমতার সময় দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সম্পূর্ণ অবৈধ পন্থায় এশিয়া এনার্জির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রেই তারা লিপ্ত ছিল না কেবল তার প্রতিবাদে গড়ে উঠা আন্দোলনকে দমন করার জন্য প্রতিবাদকারী ছয়জনকে তারা হত্যা করেছে।
এদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা পৃথক এক বিবৃতিতে ২৬ আগস্ট ফুলবাড়ি দিবসে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে গড়ে ্উঠা আন্দোলনে যে ছয়জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। ওয়ার্কার্স পার্টি দুঃখের সাথে লক্ষ্য করছে যে, ফুলবাড়ি কয়লা খনি সম্পর্কে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এশিয়া এনার্জি বহিষ্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও বাস্তবায়িত হয়নি। ওয়ার্কার্স পার্টি আশা করে বাংলাদেশকে রক্ষার জন্য এসব বিষয়ই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
কর্মসূচি : ফুলবাড়ি দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। সম্পাদনা : পরাগ মাঝি