রফিক আহমেদ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা বলেছেন, সুন্দরবন ঘিরে শিল্প ও বাণিজ্যিক প্লট ক্রয় ও বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এ কথা বলেন।
বিবৃতিতে জেএসডির নেতৃদ্বয় বলেন, বিশে^র সেরা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ভারতীয় অংশে যে প্রকল্প ভারত নির্মাণ করতে দেয়নি সেখানে ক্ষমতার স্বার্থে তাদের খুশী করার জন্য বাংলাদেশ অংশে সুন্দরবনের মাত্র কয়েক মাইলের মধ্যে এ প্রকল্প নির্মাণের অনুমতি সরকারের পক্ষে সমীচীন নয়। অথচ এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে সরকার তাদেরকে শুধু বাধাই দিচ্ছেনা, লাঠিপেটা ও গ্রেফতার করছে।
নেতৃদ্বয় বলেন, অবিলম্বে সরকার এ প্রকল্প সুন্দরবন থেকে কমপক্ষে ৫০ মাইল দূুরে কোথাও স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা না করলে এর বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে উঠবে। এতে সরকারের সিদ্ধান্তই বাতিল হবেনা, ক্ষমতা ধরে রাখাও দু:সাধ্য হয়ে পড়বে। সম্পাদনা : পরাগ মাঝি