মমিনুল ইসলাম: ভারতের নতুন স্করপিন সাবমেরিন সম্পর্কে আরও বিস্তারিত গোপন তথ্য ফাঁস করা হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার জানায়, স্করপিন সাবমেরিনের সক্ষমতা সম্পর্কে ফাঁস হওয়া গোপন নথিতে আশু কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
‘অস্ট্রেলিয়ানে’র এক সম্পাদক বলেন, পত্রিকার ওয়েবসাইটে স্করপিন সম্পর্কে আরও বিস্তারিত গোপন নথি ফাঁস করা হবে।
গতকাল বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানায়, যেসব নথি প্রকাশ করা হয়েছে তা পরীক্ষা করে দেখা হয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
ফ্রান্সের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডিসিএনএসের নকশাকৃত ছয়টি স্করপিন সাবমেরিন নির্মাণ করা হচ্ছে মুম্বাইয়ে। চলতি বছর শেষ হওয়ার আগেই এর মধ্যে একটি সাবমেরিন অপারেশন শুরু করবে বলে আশা করা হচ্ছে। সম্পাদনা: রাশিদ রিয়াজ