• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

মিনি কলাম

শ্রাবণ মাসে শিব পূজার তাৎপর্য

প্রকাশের সময় : August 27, 2016, 12:00 am

আপডেট সময় : August 26, 2016 at 9:13 pm

ডেস্ক রিপোর্ট : ঈশ্বরে যারা বিশ্বাস করেন, তারা মনে করেন, ঈশ্বরকে যদি যথাযথভাবে তুষ্ট করা যায় তাহলে অভীষ্ট ফললাভ করা সম্ভব। সেই কারণে পূজার্চনার উপযুক্ত সময় এবং উপাচারের উপর গুরুত্ব দেওয়া হয়। হিন্দু বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাস শিবের পূজার পক্ষে আদর্শ। কারণ পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ এই মাসেই পান করেছিলেন শিব। ফলে আস্তিকদের বিশ্বাস, শ্রাবণ সোমবারে যদি শিবের রুদ্রাভিষেক পূজা করা যায়, তাহলে ভক্তের জীবনে তার বিশেষ সুফল ফলে। কী রকম? আসুন, জেনে নিইÑ

১. শ্রাবণ মাসে ভক্তি সহকারে শিবের পূজা করলে গ্রহদোষ, বিশেষত শনির দোষ থেকে মুক্তি লাভ করা যায়। ২. শ্রাবণ মাসে শিব পূজার ফলে ভক্তের স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতি ঘটে। গুরুতর রোগ থেকে তিনি দূরত্ব রক্ষা করে চলতে সক্ষম হন। ৩. শিবকে হিন্দু মতে আদর্শ পুরুষ বলে জ্ঞান করা হয়। ফলে শ্রাবণ মাসে যদি অবিবাহিত মহিলোারা শিবের পূজা করেন, তাহলে শিবের মতো আদর্শ কোনো পুরুষকেই তারা স্বামী হিসেবে লাভ করেন বলে মনে করা হয়। ৪. শ্রাবণ মাসে শিব পূজার ফলে মোক্ষলাভ বা আত্মার মুক্তি লাভ সহজতর হয় বলে মনে করা হয়।

৫. মধু, ঘি বা আখের মতো দ্রব্য সহযোগে যদি শ্রাবণ মাসে শিব পূজা করা যায়, তাহলে অর্থ ও সমৃদ্ধি লাভ করার সম্ভাবনা থাকে ভক্তের। ৬. মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো শিবের মন্ত্র জপ করার ফলে বিপদ ও অকালমৃত্যু থেকে ভক্ত রক্ষা পেতে পারেন বলে বিশ্বাস করা হয়।

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)