অভি মঈনুদ্দীন : সাধারণত বিজ্ঞাপনে মডেল হিসেবেই বৃষ্টি ইসলামকে বেশি দেখা যায়। যে কারণে মাত্র অল্প কিছুদিনেই বৃষ্টি ইসলাম ২৩টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বোম্বে সুইটস’, ‘তীর চিনি’, ‘ইগলু আইসক্রীম’, ‘রহিম আফরোজ’, ‘আপন জুয়েলার্স’, ‘সেন্টার ফ্রেশ’সহ স্যামসাং, প্রাণ আরএফএল’র বিভিন্ন পণ্য। এসব বিজ্ঞাপনে বৃষ্টি কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, আশফাক উজ্জামান বিপুল, টিটো রহমান, ধ্রুব হাসান’সহ আরো বেশ কয়েখজন নির্মাতার নির্দেশনায়।
বেশ কয়েকটি নাটকেও অভিনয় ণকরেছেন বৃষ্টি। তবে এরইমধ্যে যে কাজটি তাকে বেশ আলোচনায় নিয়ে আসে সেটি হচ্ছে ইমরানেও গাওয়া ‘বন্ধুরে’ গানের মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন বন্দন রায় চৌধুরী। মানিকগঞ্জ জমিদার বাড়িতে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি বেশ আলোচনায় এনেছে বৃষ্টিকে। তবে বৃষ্টি জানান নতুন দুটি মিউজিক ভিডিও সম্পন্ন করেছেন তিনি। আর এ দুটি মিউজিক ভিডিওতে তাকে নতুনরূপে দেখতে পাবেন দর্শক।
অদিত রহমানের গাওয়া ‘আকাশপানে’ এবং শুভমিতার গাওয়া তুমিময়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন বৃষ্টি ইসলাম। বিশেষ করে শুভমিতার গানে মডেল হতে পেরে উচ্ছস্বিত বৃষ্টি। দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। দুটি গানেরই সুর সঙ্গীত করেছেন অদিত রহমান। নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে বৃষ্টি ইসলাম বলেন,‘ দুটি মিউজিক ভিডিও নিয়ে আমি খুব আশাবাদী। কক্সবাজারে গেলো সপ্তাহে আমরা শুটিং শেষ করেছি। রোদে অনেক গরম সহ্য করে বেশ আন্তরিকতা নিয়ে আমরা কাজ দুটো শেষ করেছি। খুব ভালো কাজ হয়েছে। আমার ক্ষেত্রে শুধু এতোটুকুই বলবো আমাকে নতুনরূপে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। আশাকরি দর্শক শ্রোতাদের ভালোলাগবে। ’ বৃষ্টি ইসলাম স্বপ্ন দেখেন একজন ভালো অভিনেত্রী হবার। কারণ হিসেবে তিনি মনে করেন সত্যিকারের অভিনেত্রী হওয়াই কঠিন। তবে এরইমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করারও প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু এখনই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী নন বৃষ্টি। নিজেকে অভিনয়ে আরো পারদর্শী করে তুলে তারপর চলচ্চিত্রে কাজ করবেন তিনি। তবে বাণিজ্যিক চলচ্চিত্রে নয় আর্ট ফিল্ম ঘরানার চলচ্চিত্রে কাজ করবেন তিনি।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার