বিনোদন ডেস্ক : গত ঈদে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী তাহসান। তবে এবারের ঈদে সেই সংখ্যা এসে কমিয়ে দিয়েছেন বলে জানালেন তাহসান। কারণ হিসেবে তাহসান বলেন,‘ এবারের ঈদে গান নিয়ে আমার যথেষ্ট ব্যস্ততা থাকবে। তাই নাটক-টেলিফিল্মে কম কাজ করছি।’ এবারের ঈদে এই প্রথম তাহসানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সাফা কবিরকে। মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় ‘এই পথ যদি না শেষ হয়’ নাটকে তাদের দু’জনকে একসঙ্গে দর্শক প্রথম কোন নাটকে অভিনয় করতে দেখবেন। এরইমধ্যে রাজধানীর তিন’শো ফুট এলাকায় এবং উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে গত বুধবার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন,‘ এটি ঢাকার বাইরে একটি বাসে চড়ে কোথাও যাবার গল্প। অনেক কষ্ট হলেও আমরা বেশ আনন্দের মধ্যদিয়ে কাজটি করেছি। সত্যি বলতে কী অনেক বছর আমার বাসে চড়া হয়না। সেদিক বিবেচনায় খুব ভালোলেগেছে আমার বাসে চড়ে।
দর্শকের ভালোলাগবে আশাকরি।’ তাহসানের সঙ্গে প্রথম কাজ করা প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ মনেপ্রাণে আমি একজন অভিনেত্রী হবারই চেষ্টা করছি। যে কারণে অভিনয়ই করতে চাচ্ছি ভালো ভালো গল্পের নাটকে। এবারই প্রথম তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। তাহসান ভাই আমাকে এতোটা সহযোগিতা করবেন, ভাবিনি। তার আন্তরিকতায় মুগ্ধ আমি। আশাকরি দর্শক আমাদের নাটকটি বেশ ভালোভাবেই গ্রহণ করবেন।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এদিকে তাহসান ও মিথিলা এরইমধ্যে শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘মিস্টার এ্যা- মিসেস’ নাটকের শুটিং। তাহসান শিহাব শাহীনের নির্দেশনাতেও কাজ করবেন। এদিকে সাফা কবির রুবায়েত মাহমুদ নির্দেশিত ধারাবাহিক নাটক ‘সুপার গার্লস’, আশুতোষ সুজন পরিচালিত ‘থ্রি সিস্টার্স’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যা-িক্রাস’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। আসছে ঈদে তাতে দেখা যাবে ইমরাউল রাফাত নির্দেশিত ‘ভুত-এর ভ্যালেন্টাইনস’ নাটকেও। নতুন বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার কথা চলছে সাফা কবিরের। ব্যাটে বলে মিলে গেলেই সাফাকে আবারো নুতন বিজ্ঞাপনে দেখা যাবে।
ছবি ঃ গোলাম সাব্বির