অভি মঈনুদ্দীন : বেশ কয়েকবছর আগে একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিলো অর্ষার। কিন্তু পরে সেই চলচ্চিত্র আর নির্মিত হয়নি। জানা যায় নির্মাতার লক্ষ্যই ছিলো শুধু ‘ফেরারী ফানুষ’ নামে একটি এ্যালবাম বের করা। যে কারণে পরবর্তীতে সিনেমাটির নির্মাণ নিয়ে নির্মাতার মাঝে আর কোন আগ্রহ দেখা যায়নি। সিনেমার গানের এ্যালবাম প্রকাশ করেই নির্মাতা এবং প্রযোজক গুটিয়ে নিলেন বাকী সব কাজ। যে কারণে চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন অভিনেতী অর্ষার যেন স্বপ্নই থেকে যায়। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণের পালা। নাট্যনির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এবার তার তৃতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।
সিনেমার নাম ‘অর্পিতা’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য জয়েরই। এরইমধ্যে সিনেমাতে অর্ষাকে নেয়ার ব্যাপারে চুড়ান্ত কথা বলেছেন জয়। তাতে সম্মতি মিলেছে অর্ষার। মা’কে নিয়ে বিগত বেশ কয়েকদিন দেশের বাইরে ছিলেন অর্ষা। দেশে ফিরেই তিনি ধারাবাহিক নাটক এবং ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যে কারণে ঈদের আগেই জয়ের অর্ষাকে নিয়ে সিনেমার শুটিং করার ইচ্ছে থাকলেও তা পারছেন না তিনি। ঈদের পরই অর্ষাকে নিয়ে সিনেমার শুটিং করবেন জয়। অর্ষা বলেন,‘ প্রথম সিনেমা’র শুটিং-ই করতে পারিনি। তখন স্বপ্ন দেখেছিলাম সিনেমার পর্দায় নিজেকে দেখার। কিন্তু এবার যেহেতু এটি ইমপ্রেস’র সিনেমা। তাই আশাকরছি সিনেমাটি শেষপর্যন্ত সিনেমা হলে দেখতে পারবো। তাছাড়া যেহেতু সাগর স্যারের আগ্রহেই আমাকে সিনেমাতে নেয়া তাই কাজটি অনেক আগ্রহ নিয়েই আমি করতে যাচ্ছি। আশাকরি আমার প্রথম সিনেমা দর্শকের কাছে মনে রাখার মতো করেই জয় ভাই আমাকে তুলে ধরবেন। আমি সবসময়ই কৃতজ্ঞ ইমপ্রেস পরিবারের কাছে বিশেষত সাগর স্যারের কাছে।’ এদিকে গতকাল অর্ষা ব্যস্ত ছিলেন সাজ্জাদ হোসেন দোদুলের নির্দেশনায় বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘সোনার হরিণ’র শুটিং নিয়ে। ঈদে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি নাটকের কাজ করার পাশাপাশি আফজাল হোসেনের নির্দেশনায় আসছে ১ থেকে ৫ সেপ্টেম্বর ছোট কাকু সিরিজের ‘বকা খেয়ে বগুড়ায়’ নাটকের শুটিং করবেন অর্ষা।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার