অভি মঈনুদ্দীন : এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী বন্দনা’র গানে মডেল হিসেবে অভিনয় করেছেন কিংবদন্তী চলচ্চিত্রাভিনেতা আহমেদ শরীফ। এর আগে কখনোই কোন মিউজিক ভিডিওর মডেল হননি আহমেদ শরীফ। বন্দনা’র বিশেষ অনুরোধেই আহমেদ শরীফ মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন। এর অবশ্য কারণও আছে। চলচ্চিত্রে আহমেদ শরীফের আবিষ্কারক বা গুরু ছিলেন সুভাষ দত্ত। আর বন্দনা’র বন্দনা নামটি রাখা সুভাষ দত্তেরই। সেই সূত্র ধরে দু’জনের মধ্যে রয়েছে এক অন্যরকম সম্পর্ক। তাই বন্দনার অনুরোধও ফেলতে পারেননি আহমেদ শরীফ। বন্দনা’র নতুন গান ‘ভালোবাসি’র মিউজিক ভিডিওর মডেল হয়েছেন আহমেদ শরীফ। গানের কথা লিখেছেন শেখ জলিল এবং সুর করেছেন মুখলেছুল ইসলাম। সঙ্গীতায়োজন করেছেন বদরুল আলম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আলী আহসান। বন্দনা জানান তার নতুন মিউজিক নতুন গানটি ক্ল্যাসিক্যাল ঘরানার। বেশ যতœ নিয়ে নির্মাতা মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।
বন্দনা বলেন, ‘ছোট বেলায় আমি নাচ শিখতাম। কিন্তু বড় হয়ে গানই আমার পেশা হয়ে উঠেছে। নতুন মিউজিক ভিডিওটি নিয়ে আমি অনেক আশাবাদী। কাজটি এক কথায় দারুণ হয়েছে। আমি আহমেদ শরীফ স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তিনি আমার গানের মডেল হয়েছেন। এমন কিংবদন্তীতুল্য একজন চলচ্চিত্রাভিনেতা আমার গানের মডেল হবেন, আমি ভাবতেও পারিনি।’ আহমেদ শরীফ বলেন,‘ বন্দনাকে আমি খুব ¯েœহ করি। তার গানের গলা বেশ সুমধুর। আমি বেশকিছু গান তার শুনেছি। একদিন যখন তার নতুন গানটির মডেল হতে বলে, আমি তাকে না করিনি। শুধু এতোটুকুই বলেছিলাম যে আয়োজনটা যেন ভালো হয়। আমি আমার চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশাকরি মিউজিক ভিডিওটি ভালোলাগবে দর্শকের। ’ বন্দনা জানান আসছে ঈদেই ইউটিউবে তার নতুন মিউজিক ভিডিওটি মুক্তি দেয়া হবে।