ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-কলকাতা রুটে বিলাসবহুল রয়েল কোচ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস টার্মিনালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উদ্বোধন শেষে প্রধান অতিথি বাসে চরে ভাদুঘর বাস টার্মিনাল থেকে পৈরতলা বাস স্ট্যান্ডে আসেন।
এর আগে ভাদুঘর বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-কলকাতা রুটে বিলাসবহুল বাস সার্ভিস চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মানুষও এর সুফল পাবে। তিনি রয়েল কোচ সার্ভিসের কর্তৃপক্ষকে সেবার মান ধরে রাখার পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভাল আচরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, রয়েল বাসের স্বত্বাধিকারী সঞ্জয় কুমার কুন্ড প্রমুখ। সম্পাদনা : প্রিয়াংকা