ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীতে তেল-গ্যাস জাতীয় কমিটি ও সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার ফুলবাড়ী কয়লাখনিবিরোধী ট্রাজেডির ১০ম বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য তেল-গ্যাস জাতীয় কমিটির উদ্যোগে সকালে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে পৌরশহরে শোকর্যালী বের করা হয়। পরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী উপজেলা শাখা তেল-গ্যাস জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে কয়লাখনিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবির উপদেষ্টা কমিটির সদস্য সাহাদৎ হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য অ্যাড. সাইফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহম্মেদ বকুল, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দীর্ঘ ১০ বছর ধরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গ্যারী এন লাই ফুলবাড়ী কয়লাখনি এলাকায় ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারেনি। খনিবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানামুখি ষড়যন্ত্রসহ আন্দোলনকারী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জি বহিষ্কারসহ তাদের সুবিধাভোগীদের গ্রেফতার এবং ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ অক্টোবর উপজেলা ঘেরাওসহ অবস্থান, ২১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে দাবি পূরণ না হলে ২১ ডিসেম্বর ফুলবাড়ী কয়লাখনি এলাকায় অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শেষে এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে বহিষ্কার, আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জির দালালদের গ্রেফতারসহ ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়। সম্পাদনা: প্রিয়াংকা