পা. এড. মিলন সরকার
১৯ জুলাই বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ মহাত্মা ড. উইলিয়াম কেরীর ২৫৫তম জন্ম-জয়ন্তী গভীর শ্রদ্ধা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সংঘ সেন্ট্রাল পাস্টরেটে উদযাপন করে। সারাদিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়। প্রথম অংশে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। যুব অনুষ্ঠানে বক্তা ছিলেন রেভা. অনিরুদ্ধ দীপক দাস। তিনি শিক্ষা বিস্তারে মহাত্মা ড. উইলিয়াম কেরীর অবদান বিষয়ে যুবক ও যুব মহিলাদের উৎসাহিত করেন। এ সময়ে উইলিয়াম প্রলয় সমদ্দার, সহ-সভাপতি, বিবিসিএস মহাশয় সংঘ সেন্ট্রাল পাস্টরেটে উপস্থিত হয়ে সবাইকে উৎসাহ দেন।
আলোচ্য অনুষ্ঠানের সংঘ সেন্ট্রাল পাস্টরেটে অবস্থিত কেরী ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহাত্মা ড. উইলিয়াম কেরী প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জয়ন্ত অধিকারী, সভাপতি-বিবিসিএস, উইলিয়াম প্রলয় সমদ্দার, সহ-সভাপতি, বিবিসিএস এবং রেভা. অসীম বাড়ৈ, সাধারণ সম্পাদক-বিবিসিএস।
আলোচ্য অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. ফাদার তপন রোজারিও, এসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ওয়ার্ল্ড রিলেজনস্ অ্যান্ড কালচার, ইউনিভার্সিটি অব ঢাকা এবং বিশেষ অতিথি ছিলেন ড. মিল্টন বিশ্বাস, অধ্যাপক-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ড. মিল্টন বিশ্বাস, অধ্যাপক-জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে বাংলাদেশে কেরীর অবদান তুলে ধরেন। প্রধান অতিথি ড. ফাদার তপন রোজারিও মহাত্মা ড. উইলিয়াম কেরীর দর্শন বিষয়ে বক্তব্য দেন এবং উপস্থিত সকলকে কেরীর দর্শনের আদর্শে অনুপ্রাণিত হতে উৎসাহিত করেন।
উইলিয়াম প্রলয় সমদ্দার, সহ-সভাপতি, বিবিসিএস তাঁর বক্তব্যে মহাত্মা ড. উইলিয়াম কেরীর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করে বলেন, মহাত্মা ড. উইলিয়াম কেরী না হলে আমরা আমাদের নিজ ভাষায় বাইবেল পাওয়া থেকে বঞ্চিত হতাম।