স্বাক্ষাৎকার নিয়েছেন
ম্যাক্ডোনাল্ড মিঠুন বৈরাগী
আমি জর্জ লিঙ্কন ডি কস্তা। আর্টসেল ব্যান্ডের ভোকাল। আপনাদের সবাইকে শুভেচ্ছা। দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় খ্রিস্টীয় দর্পন নামে মাসিক সংখ্যা বের হচ্ছে, যেখানে অনেক খ্রিস্টীয় তথ্য পাওয়া যাবে। বিভাগীয় সম্পাদক, যখন আমাকে জানায় এই সংখ্যার কথা, তখন শুনে খুব আনন্দিত হই। আমাকে সাক্ষাৎকার দেয়ার জন্য বলা হয়। আমি একজন খ্রিস্টিয়ান, রোমান ক্যাথলিক। আসলে ধর্ম মূল বিষয় নয়, আসল বিষয় হচ্ছে সঠিক বার্তা দেয়া। আর্টসেল (অৎঃপবষষ) বাংলাদেশের একটি হেভি মেটাল ব্যান্ড। আমরা মূলত সঙ্গীতের প্রগতিশীল মেটাল ধারা অনুসরণ করে থাকি। আমরা অন্যান্য ধারার সঙ্গীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। আমার ব্যান্ড ১৯৯৯ সাল থেকে শুরু করেছি। আমি লিড ভোকাল এবং গিটারিস্ট, এরশাদ লিড গিটারিস্ট এবং ব্যাকআপ ভোকাল, সেজান বেজ গিটারিস্ট এবং ব্যাকআপ ভোকাল এবং সাজু ড্রামস্। বর্তমানে বাজারে আছে আমাদের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ ও দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’।
খ্রিস্টীয় দর্পণের পাঠকদের উদ্দেশে বলছি, খ্রিস্টিয়ানিটি হচ্ছে মানুষকে ভালবাসা, খ্রিস্ট আমাদের অন্যকে ভালবাসতে শেখায়। পবিত্র বাইবেলে লেখা আছে, ‘আমার যা কিছু আছে তা যদি আমি গীিবদের খাওয়াবার জন্য দান করি, এমনকী, দেহটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি ভালবাসা না থাকে, তবে আমার কোনোই লাভ নেই। ১ করিন্থীয় ১৩:৩ পদ। তাই আমাদের সকলকে ভালবাসতে হবে, যেমন করে ঈশ্বর আমাদের শিখিয়েছেন।