নিউটন মন্ডল
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা ২৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সভায় ভারপ্রাপ্ত-প্রেসিডেন্ট মনোনিত হয়েছেন অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ও বান্দুরা হলিক্রস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক জর্জ রোজারিও।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছেÑ ১৪ অক্টোবর ঢাকায় জাতীয় সম্মেলন ও ৫ম কাউন্সিল অধিবেশন আয়োজন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের সকল শাখা ও সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদ বা নিয়মিতকরণ। দেশের বাইরে অ্যাসোসিয়েশনের শাখা ও সমমনা সকল সংগঠনকে আমন্ত্রণ জানানো, সভায় ৩ সদস্যের নির্বাচন কমিটি। এছাড়া সভায় ৫ সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি ও ১৭ সদস্যের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।