১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিশেষ প্রার্থনা
ম্যাক্ডোনাল্ড মিঠুন বৈরাগী
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে এক বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু, তার পরিবারের ৬ সদস্যসহ ১৯৭৫-এর ১৫ আগস্টে নিহত সবার আত্মার কল্যাণ কামনা করা হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও। উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রীনা দাস, জেমস সুব্রত হাজরা, দ্য খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক যোসেফ ডি সরকার, জন অরুনেশ বাড়ৈ, সিস্টার বাসনা, সিএসসি, সিস্টার স্বপ্না গমেজসহ আরো অনেক ব্রতধারী-ব্রতধারিনী ও বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত।